Gallery
Safiuddin Shilpalay is a non-profit organization. Originally it was established for the purpose of exhibiting the works of Shilpaguru Safiuddin Ahmed, however, we also aim to further the development of the country’s art. For this reason the gallery is open for artists to use it to display their works at various times, given they abide by our rules and regulations. Any Bangladeshi artist, craftsman, sculptor, architect, fashion designer – can exhibit solo or group artwork at Safiuddin Shilpalay
সফিউদ্দীন শিল্পালয় একটি অলাভজনক প্রতিষ্ঠান। মূলত এটি সফিউদ্দীন আহমেদের শিল্পকর্ম প্রদর্শনের উদ্দেশ্যে স্থাপিত হয়েছে, তবে দেশের শিল্পের প্রসারে বিভিন্ন সময়ে শিল্পীরা শর্তসাপেক্ষে নিজেদের কাজ প্রদর্শনের জন্য ব্যবহার করতে পারবেন।
- দেশ ও দেশের বাহিরের যেকোনো চারুশিল্পী, কারুশিল্পী, ভাস্কর, স্থপতি, ফ্যাশন ডিজাইনার – সফিউদ্দীন শিল্পালয়ে একক বা দলীয় শিল্পকর্ম প্রদর্শন করতে পারবেন।
- গ্যালারি ভাড়া প্রতিদিনের জন্য ৬,০০০/= (ছয় হাজার) টাকা প্রদান করতে হবে। সময় সকাল ১১.০০টা হতে রাত ৮.০০ টা পর্যন্ত।
- শিল্পী কতদিনের জন্য ভাড়া নিবেন তা পূর্বেই নিশ্চিত করতে হবে এবং ভাড়ার সম্পূর্ণ অর্থ অগ্রিম প্রদান করতে হবে।
- প্রদর্শনী শেষ হওয়ার পর অবশ্যই গ্যালারি এবং গ্যালারি চত্বর থেকে সকল শিল্পকর্ম বার ঘন্টার মধ্যে শিল্পী নিজ দায়িত্বে সরিয়ে নিবেন।
- যদি কোনো শিল্পী সাংবাদিক সম্মেলন করতে চায়, তাহলে শিল্পীকে নিজ দায়িত্বে এবং নিজ খরচে করতে হবে। গ্যালারি কর্তৃপক্ষ কোন প্রকার দায়িত্ব নিবে না।
গ্যালারি প্রাপ্তির শর্তাবলীঃ-
- শিল্পীকে অবশ্যই গ্যালারি প্রাপ্তির আবেদন ফর্ম পূরন করে জমা দিতে হবে – ফর্ম গ্যালারি কর্তৃপক্ষ সরবরাহ করবে।
- শিল্পীকে অবশ্যই প্রদর্শনীর জন্য আঁকা শিল্পকর্মের পোর্টফোলিও জমা দিতে হবে। প্রদর্শনীর জন্য প্রদর্শিত শিল্পকর্ম গ্যালারি কর্তৃপক্ষ যদি আপত্তিকর মনে করে তাহলে প্রদর্শনী অযোগ্য বলে গণ্য করবে।
- শিল্পীকে অবশ্যই তার ছবিসহ জীবন বৃত্তান্ত এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।
- গ্যালারি প্রাপ্তির জন্য কমপক্ষে তিন / চার মাস আগে গ্যালারি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।
- গ্যালারি বুকিং এর ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে। অন্যথায় বুকিং বাতিল বলে গণ্য হবে।
- কোনো কারণে প্রদর্শনী করতে অপারগতা প্রকাশ করলে অগ্রিম জমাকৃত টাকা হতে ৫০% টাকা কর্তৃপক্ষ কর্তন করবে।
- গ্যালারিতে শিল্পকর্ম বা সংশ্লিষ্ট কাজ ঝুলানোর বিষয়টা শিল্পী পুরোপুরি নিজ দায়িত্বে রাখবেন।
- শিল্পীকে প্রদর্শনীর নিমন্ত্রণকার্ডে, ক্যাটালগে, প্রেস বিজ্ঞপ্তি, ও ব্যানারে অবশ্যই গ্যালারির লোগো ব্যবহার করতে হবে, লোগো বিহীন যেকোনো কার্ড কর্তৃপক্ষ বাদ দিতে বাধ্য থাকবেন।
- প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি বৃন্দ সম্পর্কে গ্যালারি কর্তৃপক্ষকে অবগত করতে হবে।
- প্রদর্শনীর আমন্ত্রণপত্র, আপ্যায়ন, উদ্বোধনী অনুষ্ঠানের খরচ, ছবি ঝুলানো ও অন্যান্য যাবতীয় খরচ শিল্পী নিজে বহন করবেন।
- প্রদর্শনী শুরুর এক সপ্তাহ আগে প্রদর্শনীর নিমন্ত্রন পত্র , ব্যানারের ডিজিটাল ইমেজ গ্যালারির ইমেল বরাবর জমা দিতে হবে।
- গ্যালারির দেয়ালে পেরেক, স্কচটেপ বা গাম / আঠা দিয়ে কোন প্রকার কিছু করা যাবে না।
- অনিবার্য কারন বশতঃ যদি প্রদর্শনীর সময়সুচী পরবির্তন করতে চান সেক্ষেত্রে এক মাস ( ৩০ দিন) আগে গ্যালারি কর্তৃপক্ষকে অবগত করতে হবে।
- গ্যালারির মেইন গেইটের বাহিরে ধানমন্ডি এলাকার কোথাও বিলর্বোড, ব্যানার, পোস্টার, লিফলেট ব্যবহার করে এলাকার সৌর্ন্দষ নষ্ট করা যাবে না।