ক্যানসার বিষয়ে মুক্ত আলোচনা

Event: Exhibition
Artist:
Date: 02/02/2024 - 02/02/2024

বিশ্ব ক্যানসার দিবস ২০২৪ উপলক্ষে-

সফিউদ্দীন শিল্পালয় ও ক্যানসার নেটওয়ার্ক বাংলাদেশ এর যৌথ উদ্যোগে একটি আন্তরিক প্রয়াস –

  " ক্যানসার বিষয়ে মুক্ত আলোচনা "
       (সময়: বিকেল ৪.৩০ মিনিট) 

স্বাগত বক্তব্য: নাহিদা শরমিন,
নির্বাহী পরিচালক, সফিউদ্দীন শিল্পালয়।

আলোচকবৃন্দ –

  • জনাব হাসনাত আবদুল হাই, বিশিষ্ট লেখক।
  • তাজুল ইমাম, বিশিষ্ট চিত্র শিল্পী ও বীর
    মুক্তিযোদ্ধা।
  • রিজিয়া সালাম,
    অবসরপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, এন জি ও।
  • ফেরদৌস আহমেদ, বিশিষ্ট অভিনয় শিল্পী ও
    মাননীয় সংসদ সদস্য।
  • ডা: হাসান শাহরিয়ার কল্লোল, ক্যানসার সার্জন।
  • নূর-এ-সাফী আহনাফ, ক্যানসার একটিভিস্ট।
  • বিশেষ আকর্ষন –
    ” শীতকালীন পিঠে-পুলি উৎসব “
    (সকাল ১১.৩০ মিনিট – সন্ধা ৬.৩০ মিনিট)
  • উদ্বোধক: শিল্পী খুশি কবির, সমাজ সংগঠক।

ক্যানসার যোদ্ধা ও পিঠা শিল্পীদের তৈরি পিঠা প্রদর্শনী ও বিক্রয়।

  • সবশেষে সঙ্গীত পরিবেশনায়- চিত্র শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম।

ধন্যবাদ জ্ঞাপন: শিল্পী আহমেদ নাজির,
প্রতিষ্ঠাতা, শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ চত্বর।
০২-০২-২০২৪
সকল শুভাকাঙ্ক্ষী, বন্ধু, শিল্পী ও শিল্পানুরাগিদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

স্থান: সফিউদ্দীন শিল্পালয়,
বাসা নম্বর: ২১-এ, প্রথম তলা, শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ চত্বর, রোড: ০৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫

Spread the love