Learn Print Making
The aim of establishing “Safiuddin Ahmed Printmaking Studio” is to further the art of printmaking. Our studio accepts anyone and everyone who is interested in learning this form of art. Anyone above the age of 15 can apply to be a member and there are no prior education requirements.
ষ্টুডিও নিয়মাবলী
- যে কেউ সদস্য হয়ে সফিউদ্দীন আহমেদ প্রিন্টমেকিং স্টুডিও, ছাপচিত্র চর্চার জন্য ব্যবহার করতে পারবেন।
- সদস্য হতে পূরনকৃত র্ফম (স্টুডিও সরবরাহ করবে),জাতীয় পরচিয় পত্রের ফটোকপি, এক কপি পাসর্পোট সাইজ ছবি জমা দিতে হবে।
- সদস্য ফী প্রাথমিক পর্যায়ে প্রতি মাসে ২০০০/= (দুই হাজার টাকা) প্রদান করতে হবে।
- এছাড়াও ঘন্টা/ দৈনিক ভিত্তিতে স্টুডিও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে প্রতি ঘন্টা -২০০/= দৈনিক ভিত্তিতে( দুপুর ৩ টা – রাত ৯টা) ৫০০/= টাকা ফি প্রযোজ্য হবে। সব ধরনের শিল্প সামগ্রী শিল্পী নিজ দায়িত্বে নিয়ে আসবেন এবং কাজ শেষে নিয়ে যাবেন।
- কোন শিল্পী যদি সহযোগী নিয়ে আসেন তাকে সদস্য করিয়ে নিতে হবে / অথবা দৈনিক ভিত্তিতে ফি প্রদান করতে হবে।
- কাজ শেষে প্রত্যেক সদস্য তার কাজের জায়গা পরবতী ব্যবহারের জন্য পরিস্কার করবেন, স্টুডিও কেরোসিন ও জুট কাপড় সরবরাহ করবে।
- প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত স্টুডিও খোলা থাকবে।
- স্টুডিও কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন সিদ্বান্ত পরিবর্তন ও পরিমার্জনের ক্ষমতা রাখে