7th SOLO EXHIBITION OF ARIFF SHAHEEN CHANNEL i NEWS

https://fb.watch/iOUFF1qQKJ/?mibextid=2Rb1fB

কালবেলা প্রতিবেদক ৮

রাজধানীর ধানমন্ডিতে সফিউদ্দীন শিল্পালয়ে শুরু হয়েছে শিল্পী আরীফ শাহীনের সপ্তম একক চিত্রপ্রদর্শনী ‘দ্রোহ ও দহনে’। গতকাল শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন দেশবরেণ্য শিল্পী শহীদ কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র তারকা খুরশীদুজ্জামান উৎপল, শিল্পী মো. ইউনূস ও মিডিয়া ব্যক্তিত্ব কবি আমিরুল ইসলাম। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে সবার জন্য।

কবি ও সাংবাদিক আব্দুল বাতেন বলেন, আর্ট একক শিল্প প্রয়াস, এটিই শিল্পের চিরায়ত বৈভব। ছবি আঁকাই আরীফ শাহীনের জীবন। কয়েক দশক ধরে তিন নিরলস ছবি এঁকে যাচ্ছেন। জীবন ও প্রকৃতি, নগর ও সভ্যতা, জীবনে তুমুল দ্রোহ তার ক্যনভাসে বিস্ফোরিত সুপারনোভার মতো ছড়িয়ে পড়েছে। আরীফ শাহিনের শিল্পচেতনার কেন্দ্রে রয়েছে দ্রোহ, প্রেম ও প্রকৃতি। ছবিতে তিনি অ্যাক্রিলেক রঙের তীব্র বর্ণালী ছড়িয়ে দেন। শিল্পী ও কবি আতিক মামুন বলেন, জাগতিক এবং অদৃশ্য এক মহাজাগতিক বর্ণ বিভোরে যে রঙের স্পন্দন তারই প্রামাণ্য অনুভূতির ছোঁয়ায় আরীফ শাহিনের চিত্রপট। কখনো বা তার ছবির মাঝে প্রচ্ছন্নভাবে খুঁজে পাওয়া যায় আমাদের ঐতিহ্য এবং উত্তরাধিকারের পরাবাস্তব অবয়ব। প্রকৃতিপ্রেমী শিল্পী আরীফ শাহিনের মগ্নচৈতন্যক মনীষা, বিমূর্ত শৈল্পিক সুষমায় অবলোকন করে বর্ণীল অবয়বে হারিয়ে যাওয়া যায়। তিনি বলেন, শিল্পী আরীফ শাহিন তার আবেগ, অনুভূতি, বোধ, স্বপ্ন, কল্পনা বা চিন্তারাশির রূপান্তর প্রতীকে সাজিয়ে রাখেন তার প্রতিটি ক্যানভাসে।

Spread the love

Similar Exhibition