|

সফিউদ্দিন শিল্পলায়ের একটি বিশেষ আয়োজন

আজ ৩০ জুলাই ২০২৩ – আজকের এই বিশেষ দিনে সফিউদ্দিন শিল্পলায়ের একটি বিশেষ আয়োজন।

পৃথিবী আমার সাথে রঙে কথা বলে, আমার আত্মা গানে উত্তর দেয়

রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রদ্ধেয় বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক হাসেম খান স্যার ও শ্রদ্ধেয় বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী স্যার প্রিয় শিল্পীদ্বয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ইমেরিটাস অধ্যাপক এর সম্মানে সম্মানিত করে সফিউদ্দিন শিল্পালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, অভিননন্দন ও শুভ কামনা। সুস্থ সুন্দর ও দীর্ঘ কর্মময় জীবনের প্রত্যাশা রইলো।

আজ এই আয়োজনে থাকছে – শ্রদ্ধা নিবেদন – ফুলেল শুভেচ্ছা।
সংগীত পরিবেশনায়: বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী শামা রহমান।

Spread the love

Similar Announcement